বেশি দামে আলু বীজ বিক্রি করায় কালাইয়ে ব্যবসায়ীকে জরিমানা  

প্রকাশ | ১০ নভেম্বর ২০২৪, ১২:২৪

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়িহাট বাজারে অভিযান চালিয়ে এক আলু বীজ ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার রাত আটটার দিকে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন।

ইউএনও শামীমা আক্তার জাহান বলেন, শনিবার রাত আটটার দিকে উপজেলার মোলামগাড়িহাট বাজারে 'নওফেল ট্রেডার্সে'র সত্ত্বাধিকারী নওফেল হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই বীজ ব্যবসায়ী 'বিএডিসি' এবং 'এসিআই' সীডসের আলুবীজ বেশি দামে বিক্রি করছিলেন। একই সময়ে ওই ব্যবসায়ীকে ভুক্তভোগী কৃষকদের কাছ থেকে আলুবীজ ক্রয়ের সসময় নেওয়া বেশি টাকা ফেরত দেয়ানো হয়।'  

যাযাদি/ এসএম