বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

মণিরামপুর প্রেসক্লাবে নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক ও পরিচিতি সভা 

মণিরামপুর (যশোর) প্রতিনিধি
  ১০ নভেম্বর ২০২৪, ১২:০৯
ছবি: যায়যায়দিন

যশোরের মণিরামপুর প্রেসক্লাবে দ্বিবার্ষিক নির্বাচন-২০২৪ এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে মণিরামপুর উপজেলা পরিষদের হলরুমে প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ আসাদুজ্জামান।

দ্বিবার্ষিক কমিটির এই অভিষেক ও পরিচিতি সভার সভাপতিত্ব করেন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি এস এম মজনুর রহমান। প্রেসক্লাবের সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু ও সাংগঠনিক সম্পাদক এস এম সিদ্দিক-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মণিরামপুর উপজেলা পরিষদের নিবার্হী কর্মকর্তা নিশাত তামান্না, উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ মো: ইকবাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা লিয়াকত আলী, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা রশিদ আহমদ ওয়াক্কাস, ইসলামী আন্দোলনের মণিরামপুরের সভাপতি আলহাজ্ব ইবাদুল ইসলাম মনু, উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি আশফাকুল আনওয়ার ইয়ামিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও প্রেসক্লাবের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোঃ মকবুল ইসলাম, জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও সহকারী নির্বাচন কমিশনার অধ্যাপক ফজলুল হক, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ্জামান খান, য়শোর জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আবু সালেহ মুহাম্মদ ওবায়দুল্লাহ, মণিরামপুর ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক তাসমিন হাসান বর্ষা প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মফিজুর রহমান মফিজ, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, সহ-সভাপতি সন্তোষ স্বর, বিশিষ্ট আইনজীবী শামসুজ্জামান দীপু, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবি আমীর মাওঃ মহিউল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর সভাপতি অধ্যাপক আব্দুল বারী, জমিয়তে উলামায়ে ইসলামের সাবেক উপজেলা সভাপতি মাওঃ আজিজুর রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, উপজেলা যুবদল, ছাত্রদল, কেমিস্ট এন্ড ড্রাগস সমিতির নেতৃবৃন্দ, দলীল লেখক সমিতির নেতৃবৃন্দ, বণিক সমিতির নেতৃবৃন্দ, ভাটা মালিক সমিতি, মাদ্রাসা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ প্রমুখ।

আলোচনা সভার পূর্বে প্রেসক্লাবে নবনির্বাচিত নেতৃবৃন্দের পরিচিতি পর্বের মধ্য দিয়ে সম্মানিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা বিনিময় ও ক্রেস্ট প্রদান করা হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে