বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

টাঙ্গাইল সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে উদয়-সিয়াম

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
  ১০ নভেম্বর ২০২৪, ১০:৫৭
ছবি: যায়যায়দিন

টাঙ্গাইল সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের ৩৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে আল আমীন উদয়কে সভাপতি ও এইচএম সিয়াম আহম্মেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) রাতে টাঙ্গাইল জেলা শাখার ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফাহাদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নবাব আলীর স্বাক্ষরিত পত্রে আগামি এক বছরের জন্য ওই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটির অন্যরা হচ্ছেন- সহ-সভাপতি আশরাফুল ইসলাম নিলয়, অনিক হাসান, শাকিল, শাহরিয়ার খান আকাশ, রিপন রাইয়ান, যুগ্ম-সাধারণ সম্পাদক হুজাইফা ইসলাম, কামাল শেখ, আকাশ রহমান, মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তামান্না ইসলাম তরী, রাসেল রানা, রূপক হাসান, মনির হোসাইন, দপ্তর সম্পাদক জুবায়দুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক এসএম মমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিফাত হোসাইন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক ইসমাইল হোসাইন, উপ-অর্থ সম্পাদক পলাশ হাসান, সমাজসেবা সম্পাদক তানভীর রহমান, সহ-সমাজসেবা সম্পাদক আলমগীর হোসেন শুভ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আল আমিন ইসলাম, ক্রীড়া সম্পাদক ইমরুল হাসান পারভেজ, তথ্য ও গবেষণা সম্পাদক তানভীর রহমান শামীম, রাজনৈতিক শিক্ষা ও পাঠচক্র সম্পাদক আল আমিন হোসাইন, সামাজিক ও যোগাযোগ মাধ্যম সম্পাদক ইব্রাহিম হোসেন, সাহিত্য সম্পাদক শামীম আল মামুন, সাংস্কৃতিক সম্পাদক এরশাদ হোসেন জীবন। কমিটির কার্য নির্বাহী সদস্যরা হচ্ছেন- কায়ছার আহমেদ, মারুফ মন্ডল, শান্ত, সোহেল রানা, সিয়াম বাবু, সোলাইমান হোসেন ও মামুন হোসেন।

টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নবাব আলী জানান, গণঅধিকার পরিষদের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে আগামি এক বছরের জন্য ওই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া ওই কমিটিকে আগামি তিন মাসের মধ্যে সকল ইউনিয়নের কমিটির গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে