লালমনিরহাটের কালীগঞ্জে সড়ক পরিবহন আইনে যানবাহন মালিকদের জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার বুকশুললা ব্রিজের মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুম্পা।
এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার এস আই মিজান সহ আরো অনেকে। তিনি জানান, ‘সড়ক পনিবহন আইন ২০১৮ অমান্য করায় মোট ৬টি মামলায় ৬ জনকে ১০ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে।’ এতে ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস ও মোটরসাইকেল চালকের হেলমেট না থাকায় এসকল অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুম্পা বলেন, ‘সড়ক নিরাপদ রাখতে আমাদের এই ভ্রাম্যমাণ আদালত। চালকদের মধ্যে জনসচেতনা তৈরি ও সড়ক পরিবহন আইন লঙ্ঘন করায় ৬ জনকে জরিমানা করেছি। সকলকে সড়ক আইন মেনে চলতে হবে। তবেই ব্যস্ততম এই সড়কে দুর্ঘটনা ঘটবে না।
সমৃদ্ধ কালীগঞ্জ উপজেলা গড়ার লক্ষ্যে সড়ক নিরাপত্তায় আইনের প্রয়োগ ও জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।’
যাযাদি/ এআর