নড়াইলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নড়াইল পৌর বিএনপির আয়োজনে শনিবার বিকালে জেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে বিকাল থেকে নড়াইল পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা জেলা কার্যালয়ে আসতে থাকে।
পৌর বিএনপির আহবায়ক মোঃ আজিজার রহমানের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক মোঃ বেজাউল খবির রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ সভাপতি মোঃ আল আমিন, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, সাবেক ছাত্রনেতা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদকপ্রার্থী মোঃ আরমান আলী খাঁন,যুগ্ম সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ, সহ সভাপতি অশোক কুমার কুন্ডু, শ্রমিক দলের সদস্য সচীব মুশফিকুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সিনয়ির সহ-সভাপতি সাবেক পৌর মেয়র জুলফিকার আলী মন্ডল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ,জেলা বিএনপির উপদেষ্টা তবিবুর রহমান মনু জমাদ্দার ।
এ সময় অনান্যদের উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্শেদ তৌহিদ সোহেল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাহেব বেগ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুকুল হোসেন,সৈয়দ মনিরুজ্জামান,সদও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মামুন গাজী, ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ আরিফ হোসেন, ফজলুল হক ফয়েয,মহিলা নেত্রী জামিলা সিদ্দিকী,বিউটি বেগম,সরোয়ার মাস্টার,মোঃ জহুর হোসেন,শিমুল খাঁনসহ প্রমুখ।
বক্তারা বলেন, প্রয়াত তরিকুল ইসলাম দক্ষিণ বঙ্গের নেতা ছিলেন না তিনি এ অঞ্চলের উন্নয়নের রুপকার ছিলেন। তার কারণে বাংলাদেশের দক্ষিন এলাকায় বিএনপি সরকারের সময় যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৬ বছরে তার চার ভাগের এক ভাগও হয় নাই। আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে দোয়া মোনাজাত করেন জেলা পরিষদ মসজিদের পেশ ইমাম হাফেয মাওলানা মোঃ জাকারিয়া। পরে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।
যাযাদি/ এআর