গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যার (বানার) নদীর তীর থেকে মাটিকেটে বিক্রির সময় তিনটি ড্রামট্রাক ও দুটি এক্সকাভেটর জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় অভিযানের খবর পয়ে পালিয়ে যায় নদীখেকোরা। পলাশ এবং ইলিয়াস নামের দুই ব্যক্তি মাটিকেটে বিক্রির সাথে জড়িত বলে জানিয়েছে স্থানীয়রা।
শনিবার(৯ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের খোঁজেখানি গ্রামের শীতলক্ষ্যা (বানার) নদী তীরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল।
উপজেলা প্রশাসন সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন জানতে পারে যে,গোসিঙ্গা ইউনিয়নের খোঁজেখানি গ্রামে নদীর তীরের মাটি কেটে বিক্রি করছে মাটিখেকোরা। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিলের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে নদী খেকোরা দৌড়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে দুটি এক্সকাভেটর ও তিনটি ড্রামট্রাক জব্দ করা হয়েছে। নদী তীরের মাটি কাটার সঙ্গে পলাশ ও ইলিয়াস নামের দুজন জড়িত থাকার বিষয়টি জানা গেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। একই দিন বালি ভর্তি ট্রাক আটক করা হয়েছিল। পরে কাগজপত্র দেখে সেগুলো ছেড়ে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যরিস্টার সজিব আহমেদ যায়যায়দিনকে বলেন,' অবৈধ উপায়ে মাটি কাটার সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যায় উপজেলা প্রশাসন। এছাড়াও এক ব্যক্তির জমিতে বালি রেখে বিক্রির সময় ট্রাক আটক করা হয়। কাগজপত্রের যাচাই-বাছাই শেষে সেগুলো হস্তান্তর করা হয়েছে। তাদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। যদি নিয়মবহির্ভূত কিছু পাওয়া যায় তাহলে অবশ্যই আইনের আওতায় আনা হবে।'
যাযাদি/এসএস