প্রান্তিক জনগোষ্ঠির চিকিৎসা সেবায় চিকিৎসকদের এগিয়ে আসতে হবেঃ বনানী বিশ্বাস

প্রকাশ | ০৯ নভেম্বর ২০২৪, ১৭:০৯

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

সেবার মানসিকতা নিয়ে প্রান্তিক জনগোষ্ঠির চিকিৎসা সেবায় চিকিৎসকদের এগিয়ে আসতে হবে। চিকিৎসা সেবা একটি মহান পেশা। গ্রামের দরিদ্র জনগোষ্ঠির জন্য চিকিৎসা সেবা দোরগোড়ায় পৌঁছে দেয়ার মনসিকতা নিয়ে সবাইকে কাজ করতে হবে। নেত্রকোণার পূর্বধলায় আজ শনিবার হিরনপুর উচ্চ বিদ্যালয় মাঠে সেবা ৯২ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামুল্যে চক্ষু চিকিৎসা কর্মসুচী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বনানী বিশ্বাস এসব কথা বলেন। এ সময় তিনি সেবা-৯২ ফাউন্ডেশনের এমন সেবা মুলক কর্মসুচী আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান এবং এমন সেবা মুলক কার্যক্রম পুরো নেত্রকোণা জেলায় ছড়িয়ে দেয়ার আহবান জানান। পাশাপাশি চিকিৎসা সেবা প্রান্তিক পর্যায়ের পৌঁচে দেওয়ার লক্ষে সকল চিকিৎসকদের তার নিজ এলাকায় এমন আয়োজনের পরামর্শ দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: খবিরুল আহসান। টেলিযোগাযোগের মাধ্যমে কর্মসুচীর উদ্বোধন করেন আমেরিকা প্রবাসী আমানুর রশিদ খান জুয়েল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেবা ৯২ ফাউন্ডেশনের সভাপতি, নেত্রকোনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা: এমদাদুল্লাহ খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হিরনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নিজাম উদ্দিন, সংগঠনের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক ডা: আব্দুর রহিম মিয়া, সহ সভাপতি আসাদুজ্জামান পাভেল, পূর্বধলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: জায়েজুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ প্রমুখ।

কর্মসুচীতে ময়মনসিংহের কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক টিমের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী আগত রোগীদের বিনামুল্যে চিকিৎস্যা সেবা দেওয়া হয় এবং গরীব রোগীদের বিনা মুল্যে ঔষধ ও চশমা প্রদান করা হয়। এ সময় যে সকল রোগীদের ছানী অপারেশনের জন্য নির্বাচিত করা হয় তাদের বিনা খরচে ময়মনসিংহ থেকে ছানি অপারেশন করে দেয়া হবে বলে জানানো হয়।

 

যাযাদি/এসএস