বারহাট্টায় কেচি গেইট কেটে ১০ লক্ষ টাকার মোবাইল চুরি
প্রকাশ | ০৯ নভেম্বর ২০২৪, ১৫:৫২
জান-মালের নিরাপত্তার জন্য হাজার সতর্কতার পরও নিজেদের মাল হেফাজতে কেচি গেইট, আধুনিক তালা সহ বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে থাকে। এত নিরাপত্তার পরও বারহাট্টা শহরের মেইন রোডের একটি দোকান থেকে, কেচি গেইট, সাটারের তালা ও নাট কেটে ৫২ টি এন্ড্রয়েড মোবাইল নিয়ে গেছে, যার বাজার মূল্য ১০ লক্ষ টাকা । ঘটনাটি নেত্রকোনার বারহাট্টা উপজেলা গোপালপুর বাজারে ভাই ভাই টেলিকম সেন্টারে শুক্রবার রাতে ঘটেছে। শনিবার সকালে দোকান খুলতে এসে দেখে কেচি গেইটের তালা ভাঙ্গা এবং দোকানের সাটারে নতুন তালা লাগানো রয়েছে। দোকানের স্বত্বাধিকারী অভি শেখ উপজেলা কাশতলা গ্রামের সাইদুর রহমানের ছেলে। অভি শেখ বলেন, আমার দোকানের তালা গুলো স্বাভাবিক ভাবে খুললেই অনেক সময়ের প্রয়োজন। মেইন রোডে আমার দোকান। এই তালা ভাঙ্গতে অনেক সময় লেগেছে। এটার সঙ্গে পাহারাদার জড়িত আছে। আমার সাথে নাটক করা হচ্ছে। আমার ৫২টি এন্ড্রয়েড মোবাইল নিয়ে গেছে। আবার চুরি করে আমার দোকানে নতুন তালা লাগিয়ে গেছে। এটা একটা নাটক। গোপালপুর বাজারের বনিক সমিতির সাধারণ সম্পাদক আলতাবুর রহমান হানিফ বলেন, যখন দেশে পুলিশের শাসন ছিল না তখনতো চুরি হয়নি। এখন আমাদের নির্বাচিত বনিক সমিতিকে প্রশ্নবিদ্ধ করতে এই চুরির নাটক সাজানো হয়েছে। নিশ্চয় এটা কেউ ষড়যন্ত্র করে ঘটিয়েছে। এই সময় তিনি সবাইকে উত্তেজিত না হয়ে নিরবে চোখ কান খোলা রেখে অপরাধীকে খুঁজতে বলেন। বারহাট্টা থানার ওসি কামরুল হাসান বলেন, ঘটনাটি আমি সরেজমিনে গিয়ে দেখে এসেছি। দোকানদার বলছে কেচি গেইট কেটে তার কিছু মোবাইল নিয়ে গেছে। যাওয়ার সময় দোকানের সাটারে নতুন তালা লাগিয়ে গেছে। তার দোকানে সিসি ক্যামেরা লাগানো আছে। কিন্তু সে বলছে ক্যামেরা নষ্ট। বিষয়টি রহস্য জনক বলে মনে হচ্ছে। এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
যাযাদি/এসএস