বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

ঝগড়া মেটাতে শ্বাশুড়িকে নিয়ে এসে স্বামী দেখে স্ত্রী ফ্যানে ঝুলছে 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  ০৯ নভেম্বর ২০২৪, ১৪:৪৯
ছবি : যায়যায়দিন

গাজীপুরের শ্রীপুরে আকলিমা আক্তার শিমু নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (৯ নভেম্বর) ভোরের দিকে লাশ মর্গে পাঠায় পুলিশ। এরআগে, শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে পৌর এলাকার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের বায়েজিদ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

আকলিমা আক্তার শিমু (২১) ওই গ্রামের সুরুজ মিয়ার মেয়ে ও একই গ্রামের বায়েজিদ মিয়ার স্ত্রী।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বাড়ির পাশেই মো: আলি হোসেনের ছেলে বায়েজিদ হোসেনের সাথে বিয়ে হয়েছিল আকলিমার। তাদের দাম্পত্য জীবনে আরিয়ান নামের ২ বছরের একটি শিশু সন্তান রয়েছে। গতকাল বিকেল থেকে পারিবারিক কলহের জেরে স্বামীর সাথে মনোমালিন্য হয় আকলিমার। ঝগড়াঝাটি মেটানোর জন্য সন্ধ্যার পর শ্বাশুড়িকে আনতে যান বায়েজিদ। শ্বাশুড়িকে নিয়ে এসে দেখেন নিজ ঘরের ফ্যানের সাথে শাড়ি পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করছে আকলিমা। এসময় বাড়ির লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে মাওনা আলহেরা মেডিক্যালে নিয়ে যান। সেখান থেকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক আকলিমা আক্তারকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: আসমা সিদ্দিকা বলেন,' মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল আকলিমা আক্তারকে। পরে আমরা পুলিশকে খবর দিয়েছি।'

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল যায়যায়দিনকে বলেন,' খবর পেয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানাতে পারবো। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।'

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে