শুধুমাত্র নির্বাচনের জন্য দুই হাজার মানুষ জীবন দেয়নি : সারজিস আলম
প্রকাশ | ০৯ নভেম্বর ২০২৪, ১৩:৪৬
জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সম্পৃক্ত সিস্টেমগুলো সংস্কার করে যৌক্তিক সময়ে অন্তর্বর্তী সরকারের নির্বাচনে যাওয়া উচিত। বিগত সরকারের সবচেয়ে ব্যর্থ সিস্টেম হলো নির্বাচন কমিশন। শুধুমাত্র নির্বাচনের জন্যই এই দুই হাজার মানুষ জীবন দেয়নি । শেখ হাসিনাকে ১৬ বছরে বড় বড় দল টনক নাড়াতে পারেনি। গুটি কয়েক মানুষের আন্দোলনে শেখ হাসিনা পালায়নি, সারাদেশের মানুষের আন্দোলনের কারণে শেখ হাসিনা পালিয়েছেন।
শনিবার সকালে সিলেটে ছাত্রজনতার গণঅভ্যুথানে শহীদ পরিবারকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহায়তা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন তিনি।
এর আগে চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি জানান, সিলেট বিভাগে ছাত্র-জনতার আন্দোলনে ৩২ জন শহীদের সঠিক তথ্য পাওয়া গেছে। আজ ১৮ জনের হাতে ৫ লাখ করে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আয়োজনে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর আহসান স্নিগ্ধ ও সাধারণ সম্পাদক সারজিস আলমের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে শহীদ পরিবারের সদস্যরা তাতে অংশ নিয়েছেন। ফাউন্ডেশনের উদ্যোগে প্রত্যেক পরিবারকে পাঁচ লাখ টাকা করে সহায়তা দেয়া হয়। এছাড়াও দফায় দফায় বাকি শহীদদেরও এই আর্থিক সহযোগিতা দেয়া হবে বলে জানিয়েছেন।
অনুষ্ঠানে আন্দোলনে আহতদেরও তালিকাবদ্ধ করে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। বক্তব্যে সারজিস আলম বলেন, জুলাই আগস্টে সাড়ে ১৬শ নিহতের তথ্য এসেছে, পুঙ্খানুপুঙ্খ যাচাই চলছে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে। এছাড়া ২৪ হাজারের মতো আহতের তথ্য এসেছে অংশীজনদের। সব ধরনের যাচাই বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
যাযাদি/ এসএম