সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-জগন্নাথপুর সড়ক প্রশস্তকরণসহ সংস্কারের দাবিতে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) বিকেল ৫টায় বৃহত্তর চিলাউড়া গ্রামবাসীর আয়োজনে চিলাউড়া বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও যুক্তরাজ্য বিএনপি নেতা হাজী এম এ রব, মাওলানা সেরুজ্জামান, সাবেক ইউপি সদস্য সাব্বির আহমদ, মাওলানা মো. আলী আক্কাস, স্পেন প্রবাসী হারুনুর রশীদ, বিশিষ্ট সমাজ সেবক ছায়াদ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী মো. আরজু মিয়া, সমাজকর্মী দিলোয়ার হোসেন, তরুণ ছাত্রনেতা তুহিনুর রহমান, ছাত্রশিবির সিলেট এমসি কলেজ শাখার সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, তরুন সমাজকর্মী রুজিল ইসলাম, শিক্ষার্থী জসীম উদ্দিন রাহমানীসহ আরো অনেকে।
জানা যায়, জগন্নাথপুর উপজেলার ব্যস্ততম সড়কগুলোর মধ্যে জগন্নাথপুর-চিলাউড়া সড়কটি অন্যতম। এই সড়ক দিয়ে হলদিপুর-চিলাউড়া ইউনিয়ন, জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই, ছিলিমপুর, ভবানীপুর, যাত্রাপাশা, শেরপুর ও কবিরপুরের বাসিন্দারা যাতায়াত করেন।
এছাড়াও পার্শ্ববর্তী দিরাই উপজেলার লোকজনও এই সড়ক দিয়ে শুকনো এবং বর্ষা মৌসুমে চলাচল করে থাকেন। শুকনো মৌসুমে এই সড়ক দিয়ে ভুরাখালী হয়ে সরাসরি দিরাই উপজেলা সদরের সাথে অনায়াসেই যাতায়াত করা যায়। কিন্তু বছরের পর বছর ধরে সড়কটি ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকলেও এর দায়িত্বে থাকা কর্তৃপক্ষ এলজিইডি তেমন উদ্যোগ গ্রহণ করেনি বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
বক্তারা আরো বলেন, জগন্নাথপুর উপজেলা সদরের সাথে যোগাযোগ স্থাপনকারী চিলাউড়া- জগন্নাথপুর সড়ক ভেঙে চুড়ে একাকার হয়ে যান চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। গাড়ি চলাচল তো দূরের কথা পায়ে হেটে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে।
এ সময় ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, গেল ১৭ বছরে কখনো ভালো করে সড়কটির সংস্কার করা হয়নি। মাঝে মধ্যে লোক দেখানো প্রলেপ দিয়েই এলজিইডি তার দায় সেরেছে। সর্বশেষ ২০২১ সালে কোনোমতে প্রলেপ দিয়ে সড়কটির সংস্কার করা হয়। এরপর ২০২২ সালের স্মরণকালের ভয়াবহ বন্যায় পুরো সড়কটি প্রায় আড়াই থেকে চার ফুট পানির নিচে তলিয়ে যায়। তারা আরো বলেন, ভুক্তভোগী লোকজন বছরের পর বছর ধরে চরম দুর্ভোগ পোহালেও সড়কটি সংস্কারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।
চিলউড়া গ্রামের বিশিষ্ট মুরব্বী সাবেক মেম্বার মো. সুরুত আলীর সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চিলাউড়া হলদিপুর ইউনিয়ন শাখার সহ সাধারন সম্পাদক রেজাউল করিম রিপনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ হোসাইন আহমদ খান। এসময় চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
যাযাদি/ এসএম