স্বাস্থ্য সেবায় সারাদেশে ৩৩ তম স্থানে "রামগতি উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স"
প্রকাশ | ০৮ নভেম্বর ২০২৪, ২১:৩৬
স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যসেবায় স্কোরিং (HSS) দেশের ৪৯৫ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে সেরা পারফরম্যান্স মূল্যায়নে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৩ তম স্থান অর্জন করেছে। প্রতি মাসে সেবার মান নিরিখে এ তালিকা করা হয়।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে পাওয়া তথ্যে দেখা যায় বিগত আগষ্ট ২০২৪ সালের স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যসেবা স্কোরিং (HSS) এ ৪৯৫, টি স্বাস্থ্য কমপ্লেক্সে মধ্যে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সল্পতা সত্যেও সারা দেশে ৩৩ তম স্থানে রয়েছে।
চট্টগ্রাম বিভাগে হাসপাতাল মধ্যে ১৩ তম এবং লক্ষীপুর জেলায় ১ম স্থান অর্জন করেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামনাশীষ মজুমদার জানান, রামগতি স্বাস্থ্য কমপ্লেক্স টির এ সাফল্যের লক্ষীপুর জেলার সিভিল সার্জন ডা.আহাম্মদ কবীর (বিপিএএ) সার্ভিক তত্বাবধান ও সময়োচিত পরামর্শ। হাসপাতালের কনসালটেন্ট ,আবাসিক মেডিক্যাল অফিসার টেকনিক্যাল অফিসার সহ সকল মেডিক্যাল অফিসারগনের সার্বিক সমন্বয় এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর কঠোর পরিশ্রমের ফলে এই প্রান্তিক হাসপাতলটি অনেক সীমাবদ্ধতার মধ্যেও নিরলস সেবা দিয়ে যাচ্ছে যার ফল এই অর্জন। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে মেডিকেল অফিসারসহ মোট ৭৫ জন জনবল থাকার কিন্তু রয়েছে মোট ৩৪ জন, এর মধ্যে ১৬ জন মেডিকেল অফিসার থাকার আছে মাত্র ৮ জন, উপ-সহকারী মেডিকেল অফিসার ৯ জনে রয়েছে ৮ জন, ২৫ জন নার্সের মধ্যে রয়েছে ৯ জন, মিডওয়াইফ ৬ জনে একজনও নেই, এমএমএসএস ৫ জনে একজনও নেই, অফিস সহকারী ৩ জনের মাঝে একজনও নেই, পরিচ্ছন্নতা কর্মি ১০ জনে আছে মাত্র একজন, প্রতিমাসে গড়ে ১৫০ বেশি ডেলিভারিতে সন্তান প্রসব করানো হয়। কিন্তু দেখা গেছে ৬ জনের মধ্যে একজন মিডওয়াইফও না থাকায় সীমিত সংক্ষক মেডিকেল অফিসার ও নার্সের সহয়তা ঝুঁকির মধ্যে দিয়ে দিন রাত পরিশ্রম করে এ কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় জনবল পেলে নিরবিচ্ছিন্ন ভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়া যাবে এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা কর্মচারী দৃঢ় প্রত্যয়ী।
জনবান্ধন স্বাস্থ্য ব্যবস্থা আমাদের অঙ্গীকার।
যাযাদি/এসএস