কুমিল্লার চান্দিনায় ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রকাশ | ০৮ নভেম্বর ২০২৪, ২০:৩১

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

কুমিল্লার চান্দিনায় ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে তীরচর মাদ্রাসার মাঠে  লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির আয়োজনেএই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, চান্দিনা উপজেলা  এলডিপির সভাপতি কে এম সামছুল হক, চান্দিনা উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ, মোঃ আবু তাহের, চান্দিনা উপজেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান সিরাজ, বাতাঘাশী ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান এডভোকেট ছাদেকুর রহমান,চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভূইয়া, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবকদল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কুসহ এলডিপির নেতাকর্মীরা।

 

যাযাদি/এসএস