বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

গলাচিপায় বিএনপির সর্বকালের সেরা জনসভা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  ০৮ নভেম্বর ২০২৪, ২০:১৮
ছবি: যায়যায়দিন

৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিশাল জনসভা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মু. হাসান মামুন।

উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন খান, খন্দকার মিজানুর রহমান, আব্দুস সালাম মৃধা, পঙ্কজ দেবনাথ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. বিপ্লব গাজী, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জসিম খান প্রমুখ।

হাসান মামুন বলেন, ‘আগামী নির্বাচন পর্যন্ত পটুয়াখালী-৩ আসনে কেউ যেন কোন ষড়যন্ত্র না করতে পারে- এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’ কারো নাম উল্লেখ না করে তিনি আরো বলেন, ‘বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়নি যে, প্রশাসনের চেয়ার, টেবিল ও খাবার খেয়ে রাজনৈতিক সভা করতে হবে। ঐতিহাসিক ৭ নভেম্বর ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে ধারণ করে জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ হতে হবে।’

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে