শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

কেন্দুয়ায় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
  ০৮ নভেম্বর ২০২৪, ১৬:৫৮
ছবি: যায়যায়দিন

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ঐতিহাসিক ৭ নভেম্বর এবং ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদ্‌যাপন উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে কেন্দুয়া জয় হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আলোচনা সভা পরবর্তী একটি র‍্যালী শুরু হয়ে কেন্দুয়া পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ।

উক্ত আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়ার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান মজনু ও চিরাং ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ মাহবুব আলম জরিপের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আনোয়ারুল হক, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. মাহফুজুল হক, যুগ্ম আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান দুদু, আটপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম প্রমুখ ।

প্রধান অতিথি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ধৈর্য ধরতে হবে । দীর্ঘ ১৬ বছরের ঐক্যবদ্ধ ও ধৈর্যের ফলেই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে । আগামীতেও আপনাদেরকে সাথে নিয়ে একটি সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চাই ।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি মোঃ খোকন আহমেদ ডিলার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন খান, মাসকা ইউপির সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম স্বপন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন খোকন, বিএনপি নেতা মুসলেম উদ্দিন, বিএনপি নেতা ও কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম ও বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ।এছাড়াও হাই স্কুল খেলার মাঠে মাগরিবের নামাজের পরে একটা মনোরঞ্জন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য এছাড়াও জেলা বিএনপির সদস্য ও কেন্দুয়া উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালসহ বিভিন্ন গ্রুপের আলাদা আলাদা আয়োজনে দিবসটি পালিত হয়েছে ।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে