কালাইয়ে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রকাশ | ০৮ নভেম্বর ২০২৪, ১৬:৪৫

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার ১১ টায় জেলার জিয়া পরিষদ কালাই থানা শাখা নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা ও জুলাই বিপ্লবে নিহত ছাত্রজনতার মাগফিরাত কামনাসহ দেশের মঙ্গলের জন্য দোয়া মাহফিল।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। তারপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর কালাই জিয়া পরিষদ ও প্রেসক্লাব কালাইয়ের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তালুকদার লায়নরের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালাই জিয়া পরিষদ ও প্রেসক্লাব কালাইয়ের সভাপতি মো. আতাউর রহমান।

এ সময় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে বক্তব্য দেন জিয়া পরিষদ কালাই থানা শাখা, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপজেলার থুপসারা সেলিমীয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. মতিয়র রহমান, কালাই প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের কালাই উপজেলা প্রতিনিধি এটিএম সেলিম সারোয়ার শিপন, উপজেলার গাড়ইল দাখিল মাদ্রসার সিনিয়র শিক্ষক ও সাংবাদিক মো. গোলাম মর্তুজা,   জিয়া পরিষদ কালাই থানা শাখার যুগ্মসাধারণ সম্পাদক ও পল্লী চিকিৎসক রেজোয়ান আলী, শিক্ষক ফারায়েজ হোসেন বাবলু, জয়পুরহাট আদালতের আইনজীবী আব্দুল রহিম প্রামানিক, দৈনিক ভোরের কথা পত্রিকার কালাই প্রতিনিধি জীবন তালুকদার লিটন, সাংবাদিক ছামছুন হক প্রমুখ।

বক্তারা বলেন,  '১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে বাকশালি শাসনব্যবস্থার পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র চর্চার নতুন প্ল্যাটফর্ম তৈরি হয়।  দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে যায়। সেদিন দেশ ও জাতি পেয়েছিল নতুন পথের দিশা। এই পটপরিবর্তনের পর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়। শক্তিশালী সত্তা লাভ করে। গণতন্ত্র অর্গলমুক্ত হয়ে অগ্রগতির পথে এগিয়ে যেতে থাকে। মুক্তভাবে  বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়।'
 
 অনুষ্ঠানের সমাপ্তি ঘটে বেগম খালেদা জিয়ার সুস্থতা, শহীদ জিয়াউর রহমান এবং  জুলাই বিপ্লবে নিহত ছাত্রজনতার মাগফিরাত কামনাসহ দেশের মঙ্গল কামনায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে। দোয়া পরিচালনা করেন উপজেলার থুপসারা সেলিমীয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মতিয়র রহমান।


যাযাদি/এসএস