ধর্মপাশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রকাশ | ০৮ নভেম্বর ২০২৪, ১৬:৩৮

ধর্মপাশা - মধ্যরগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

সুনামগঞ্জের ধর্মপাশায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যলয়ে  উপজেলা বিএনপি ও অন্যান্য সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজি মাজহারুল হকের সভাপতিত্বে ও যুব বিষয়ক সম্পাদক মাহাবুবুল আলম হাদিসের পরিচালনায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য জুলফিকার আলী ভূট্রো, সুনামগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক মজিবুর রহমান মজুমদার, ধর্মপাশা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস.এম রহমত, ছাত্র বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, ধর্মপাশা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম বিএসসি, উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক সাইফুর রহমান কাঞ্চন, আব্দুল হেকিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক ওবায়দুর মজুমদার, যুগ্ন-আহবায়ক এম হাবিবুল্লাহ, ফারুক আহমেদ, উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ, স্বেচ্চাসেবক দলের যুগ্ন-আহবায়ক মনোয়ার হোসেন, ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক তুষার খন্দকার, সদস্য সচিব কাঞ্চন আহমেদ প্রমুখ।

এসময় উপজেলা বিএনপি সহ অন্যান্য সহযোগী অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

যাযাদি/এসএস