রামু উপজেলার গর্জনিয়া বড়বিলস্থ এমদাদিয়া আজিজুুল উলুম মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার ৪০ তম বার্ষিক দ্বিনী মাহফিল সম্পন্ন হয়েছে।
গত ৪ নভেম্বর সোমবার দিনব্যাপী বার্ষিক দ্বিনী মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক আল্লামা ডঃ হারুন আজিজি আন নদভী।
সহকারী শিক্ষক মাওলানা মোঃ ইসমাইলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোরআন ও হাদিসের আলোকে তাকরির পেশ করেন হেফাজতে ইসলামের নায়েবে আমীর ও জামিয়া দারুল মা আরিফের নায়েব মুহতামিম আল্লামা ফোরকানুল্লাহ খলিল।
তিনি উপস্থিত ধর্মপ্রাণ মুসলিম তৈাহিদী জনতার উদ্দেশ্য বলেন ইসলাম শান্তির ধর্ম। ইসলাম সব সময় অমুসলিমদের নিরাপত্তা দিয়েছে। ইসলাম কোনদিন অমুসলিমদের দাংগা হাংগামা সৃষ্টি করেনি। । আমাদের প্রিয় নবীজী নৈরাজ্য সৃষ্টির কোন শিক্ষা কাউকে দেননি। মদিনার ইসলাম শিক্ষা সারা দুনিয়াতে ছড়িয়ে দিয়েছেন। তিনি আরো বলেন ইসলাম ধর্মই নারীদের সর্বোচ্চ মার্যাদা দিয়েছেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কোরআন ও হাদিসের আলোকে বয়ান দেন, আল্লামা হাফেজ আবদুল হক হক্কানী, আল্লামা গাজী সানাউল্লাহ রহমানী, হযরত মাওলানা মোস্তফা নুরী, মাওলানা হাবিবুল ওয়াহিদ, মাওলানা ইমাম জাফর আলম, মাওলা আবদুর রাজ্জাক, মাওলানা মনসুর আহামদ জমিরী, হাফেজ আজিজুুল হক মাক্কী সহ দেশ বরন্য ওলমায়ে কেরামগন।
দিনব্যাপী মাহফিলে বক্তারা কোরআন ও হাদীসের আলোকে বিষেষ গুরুত্ববহ আলোচনা করেন। মাহফিল শেষে সারা বিশ্বের মুসলিম সহ দেশও জাতির কল্যান কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
যাযাদি/ এস