গাজীপুরের কালিয়াকৈরের মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি কাজী মোশারফ হোসেন রবিন ও সাধারন সম্পাদক লুবানের জামালপুর গরুর হাট দখরেল অপচেষ্টাসহ নৈরাজ্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানব বন্ধন করেছে জামালপুর বাজার কমিটিসহ এলাকাবাসী।
শুক্রবার সকালে জামালপুর বাজার কমিটিসহ এলাকাবাসী বাজারে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে বাজার কমিটির সভাপতি ও মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি অবসরপ্রাপ্ত আব্দুর রহমান পুলিশ ও বাজার কমিটির সদস্য ও সাধারন ইব্রাহীম দেওয়ান তাদের লিখিত বক্তব্যে জানান জামালপুর চার রাস্তায় এলাকার যাদের নিজস্ব জমি রয়েছে এমন ২৬৬জন লোক মিলে তারা প্রায় ১৯বছর আগে একটি গরুর হাট বসায়। বাজারটি ব্যক্তিগত রেকর্ডিয় জমিতে বসানো হলেও এটি একপর্যায়ে সরকারের হাটবাজার তালিকায় চলে যায়। তারই ধারাবাহিকতায় সরকার এ বাজার থেকে প্রতিবছর প্রায় ৩৫লক্ষ টাকা রাজস্ব আদায় করে থাকে ।
এবারও সরকার ইজারা বাবদ প্রায় ৩৫লক্ষ টাকা রাজস্ব পেয়েছে। কিন্তু ৫আগষ্টের বৈষম্য বিরোধী আন্দোলনের পর বিএনপি’র কতিপয় নেতাকর্মীরা দেশের বিভিন্ন এলাকায় নৈরাজ্য সৃষ্টি শুরুসহ দখল বাণিজ্য শুরু করে। তারই ধারাবাহিকতায় উপজেলার জামালপুরে ব্যক্তিগত মালিকানাধীন ঐতিহ্য বাহী গরুর হাট দখল করার জন্য মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি কাজী মোশারফ হোসেন রবিন ও সাধারন সম্পাদক লুবানসহ ইকবাল হোসেনের নেতৃত্বে একদল লোক নিয়ে বারবার চেষ্টা করে আসছে। ইতো মধ্যে তারা হাসিল আদায়কারীদের হাসিল ঘর থেকে সরিয়ে দিয়ে তাদের লোকজন বসিয়ে হাটে হাসিল আদায়ের করেছে। পরে বিএনপি’র উর্ধ্বতন নেতাসহ স্থানীয় ব্যক্তিবর্গের সহযোগীতায় তাদের হাটের হাসিল আদায় থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া বাজার ধবংস করার উদ্দেশ্যে হাটে ক্রেতা বিক্রেতাদের সামনে নানা ভাবে মহরা দেওয়ার বাজারটির ব্যবপক ক্ষতিগ্রস্থ্য হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তারা হাট কমিটির লোকদের নামে মামলা হামলার ভয়ভীতি দেখাচ্ছ। এটা একটি ঐতিহ্যবাহি হাট এই হাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা তাদের গরু মহিষ, ছাগল ভেড়াসহ নানা পন্য সামগ্রী বিক্রির জন্য নিয়ে আসে। হাটটি নষ্ট হলে ইজারা মালিক বা বাজার কমিটির লোকজন সরকারের ইজারা বাবদ পাওনা টাকা পরিশোধ করতে পারবেনা। এতে সরকার রাজস্ব আদায় থেকে বঞ্চিতসহ ও এলাকার মানুষতাদেও পন্যসামগ্রী ক্রয়বিক্রয়সহ ব্যবসায়ীক নানা ধরনের ক্ষতির সম্মুখিন হবে।
এবিষয়ে গাজীপুর সেনা ক্যাম্প, জেলা প্রসাশক, পুলিশ সুপার কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তারা যাতে হাটের কোন ক্ষয়ক্ষতি করতে নাপারে তার জন্য অন্তবর্তী সরকারের প্রধান ডঃ ইউনুছসহ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের দায়ীত্বে থাকা উপদেষ্ঠা এবং গাজীপুর জেলা প্রশাসক, গাজীপুর পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা , কালিয়াকৈর থানার অফিসার্স ইনচার্জসহ প্রশাসনের সকলের সহযোগীতার দাবী জানান বাজার কমিটিসহ এলাকাাসী।
হাট কমিটির সদস্য মাওঃ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও বাজার কমিটির উপদেষ্টা ইব্রাহীম দেওয়ানের সঞ্চালনায় সংবাদ সমমেলনে এসময় উপস্থিত ছিলেন বাজার কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আরিফ হোসেন বাজার কমিটির কোষাদক্ষ একরামুল কবির রাসেল, বাজার বনিক সমিতি সভাপতি মকবুল দেওয়ান ,মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আহসান মিয়া, বাজার কমিটির সকল সদস্যসহ এলাকাবাসী ।
যাযাদি/ এস