নড়াইলে অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশ | ০৮ নভেম্বর ২০২৪, ১০:৪৪

স্টাফ রিপোর্টার,নড়াইল
ছবি : যায়যায়দিন

নড়াইল জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫ এর আওতায় নড়াইল সদর উপজেলায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে বৃহস্পতিবার দিনব্যাপী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  

উক্ত খেলায় লোহাগড়া, কালিয়া ও নড়াইল সদর উপজেলার ০৮ টি দল অংশগ্রহণ করে। নড়াইলের জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে  বেলুন উড়িয়ে এই খেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহকারী সম্পাদক হেদায়েতুল হক হিমু,সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক কৃষ্ণপদ দাস, নড়াইলের বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মিলন কুমার ঘোষ, নড়াইল প্রেসক্লাবের সদস্য মোঃআল আমিন,  নড়াইল জেলা টিমের সাবেক ফুটবল খেলোয়াড় জনাব শামিম আকবর খানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, কোচ, কর্মকর্তা খেলোয়াড়  ও শুভকাঙ্খিগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বলেন," নড়াইল জেলাটি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় বেশ এগিয়ে  এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে ভালো খেলোয়াড় উঠে আসবে।পাশাপাশি সুস্থ-সবল জাতি গঠনে এই ধরনের উদ্যোগ সহায়ক ভূমিকা পালন করবে"।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে ট্রফি ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

উল্লেখ্য,ফাইনাল খেলায় এগিয়ে চলো ফুটবল একাডেমি ৪-০ গোলে রাইজিং স্টার ফুটবল  একাডিমেকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।

যাযাদি/ এস