ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা
প্রকাশ | ০৭ নভেম্বর ২০২৪, ২০:৪৯ | আপডেট: ০৭ নভেম্বর ২০২৪, ২০:৫৪
পাবনার ভাঙ্গুড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা ও পৌর বিএনপি'র ও অঙ্গসহযোগি সংগঠনের আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও তার অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে শরৎনগর বাজারস্থ উপজেলা কার্যালয়ে সমবেত হয়।
বিএনপির প্রতিষ্ঠা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবোক্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম উচ্চারণ মহুমহু শ্লোগান দিয়ে এলাকা প্রকম্পিত করে তোলে।
প্রায় সহস্রাধিক দলীয় নেতৃবৃন্দ ফেষ্ঠুন ও ব্যানার নিয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে আলোচনা সভায় যোগ দেন।
উপজেলা সদরের শরৎনগর বাজারস্থ দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডঃ মজিবর রহমানে'র সভাপতিত্বে এবং সাবেক উপজেলা যুবদলের সভাপতি ভিপি ফিরোজ আহম্মেদ'র পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মতিন রাজু ,পৌর বিএনপির সাবেক সভাপতি শামসুল হক,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম এম জাকির হোসেন, সাবেক সংগঠনিক সম্পাদক বাবুল আক্তার, সাবেক প্রচার সম্পাদ আব্দুল করিম,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান লিটন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল কাহার বাবর, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল আলিম,পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন আহমেদ, সরকারী হাজী জামাল উদ্দিন অনার্স ডিগ্রি কলেজ ছাত্র দলের আহবায়ক বায়জিদ বোস্তামী, ও সদস্য সচিব নিহাজ অভি ডাবলু সরকার,পৌরযুল দল নেতা রিপন আহম্মেদ প্রমূখ।
যাযাদি/ এআর