নিয়ামতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রকাশ | ০৭ নভেম্বর ২০২৪, ২০:৩৯ | আপডেট: ০৭ নভেম্বর ২০২৪, ২০:৪২

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নওগাঁর নিয়ামতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলা বিএনপি অফিসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীম রেজা চৌধুরী বাদশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী।

যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা: আইনুল, উপজেলা যুবদলের আহবায়ক মনজুরুল আলম, যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম, হাজিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, আমিনুল ইসলাম ভিপি প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।

আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। 

যাযাদি/ এআর