বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

বাউফলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাউফল প্রতিনিধি
  ০৭ নভেম্বর ২০২৪, ২০:৩৪
ছবি: যায়যায়দিন

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালীর বাউফলে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের নেতৃত্বে এক বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় বাউফল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক এমপির বাসভবন থেকে র‌্যালি শুরু হয়। র‌্যালিটি পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাউফল সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

পরে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সাবেক এমপি শহিদুল ইসলাম তালুকদার।

এ সময়ে উপস্হিত ছিলেন বাউফল পৌর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ শাহজাহান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কেশবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ তছলিম তালুকদার, উপজেলা বিএনপির সদস্য ও নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারি অধ্যাপক মোঃ জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম জসিম, যুগ্ম আহবায়ক মোঃ রিয়াজ মাহমুদ, পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ আব্দুল্লাহ আল ফাহাদ, সাবেক ছাত্রনেতা শাহীন রেজা ও ছাত্রনেতা রাহিয়ান আকাশ প্রমুখ।

যাযাদি/ এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে