জাপানের এনইএফ বৃত্তি পেল বশেমুরকৃবি’র ২০ শিক্ষার্থী
প্রকাশ | ০৭ নভেম্বর ২০২৪, ২০:৩৩
জাপানের নাগাও ন্যাচারাল ইনভায়রনমেন্ট ফাউন্ডেশনের ( এনইএফ) পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ২০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভাইস—চ্যান্সেলরের অফিস কক্ষে শিক্ষার্থীদের বৃত্তির চেক প্রদান করা হয়েছে।
বশেমুরকৃবি'র জনসংযোগ কর্মকর্তা মোঃ রনি ইসলাম জানান, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বার্ষিক ৩৫ হাজার টাকা হারে বৃত্তি পান। স্মাতক পর্যায়ের বিভিন্ন লেভেলের মোট ২০ জন শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হয়। এ বৃত্তি প্রদান কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. জি.কে.এম মোস্তাফিজুর রহমান।
এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো—ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মো. আবদুল্লাহ মৃধা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনইএফ বাংলাদেশ কমিটির কো—অর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ আমজাদ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং পরিবেশ সুরক্ষার জন্য আরও বেশী কাজ করার আহ্বান জানান।
নাগাও ন্যাচারাল ইনভায়রনমেন্ট ফাউন্ডেশনের (এনইএফ) জাপানের একটি বেসরকারি সংস্থা। উন্নয়নশীল দেশগুলোর পরিবেশ সুরক্ষার জন্য এনইএফ ১৯৮৯ সালের নভেম্বরে এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি থেকে এগ্রিকালচার, ফিশারিজ ও অ্যানিম্যাল সায়েন্স এর স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি প্রদান করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের আরো চারটি বিশ্ববিদ্যালকে এই বৃত্তির আওতাভুক্ত করা হয়েছে। অপর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শের—ই—বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
যাযাদি/ এম