পরিবেশের জন্য ক্ষতিকারক অবৈধ পলিথিন ব্যবহার ও বাজারজাতকরণের বিরুদ্ধে নেত্রকোনার দুর্গাপুরে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের বাজারগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাভিদ রেজওয়ানুল কবীর।
১ নভেম্বর থেকে পুরোপুরি পলিথিন নিষিদ্ধ করে সরকার। আর এরই ধারাবাহিকতায় আজ দুর্গাপুরে অভিযান চালায় উপজেলা প্রশাসন।
এ সময় একটি ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় ২ হাজার টাকা জরিমানা করা হয়৷ অভিযান চলাকালে বাজারের সকল ব্যবসায়ীদের পলিথিন ব্যবহার না করার জন্য সতর্ক করে প্রশাসন।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর,পহেলা নভেম্বর থেকে সরকারি নির্দেশে পলিথিন নিষিদ্ধ।পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ পলিথিনের বিরুদ্ধে এখন থেকে নিয়মিত অভিযান পরিচালিত হবে।
সরকারের এই নির্দেশ যারা অমান্য করবেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এসময় পরিবেশ রক্ষায় সকল ধরনের পলিথিন ব্যবহার বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
যাযাদি/ এম