বিপ্লব ও সংহতি দিবসে গোলাম আকবর খোন্দকারের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

প্রকাশ | ০৭ নভেম্বর ২০২৪, ১৮:২৩

চট্টগ্রাম ব্যুরো
ছবি : যায়যায়দিন

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরীর ষোলশহরস্হ বিপ্লব উদ্যানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের নেতৃত্বে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে বিপ্লব উদ্যান চত্বরে আয়োজিত এক সমাবেশে গোলাম আকবর খোন্দকার বলেছেন, ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী জনতার ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থানে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাব মুক্ত হয়েছিল। সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রনায়ক হয়েছিলেন বিধায় আমরা বহুদলীয় গণতন্ত্র, বাক স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার এবং দেশভিত্তিক জাতিসত্তা তথা জাতীয়তাবাদের আদর্শ লাভ করেছিলাম। আর এটাই হলো ৭ নভেম্বরের মূল চেতনা। 

তাই তিনি ৭ নভেম্বরের মূল চেতনাকে বুকে ধারণ করে বহু দলীয় গণতন্ত্র নিশ্চিত করা, স্বাধীনতার সুফল তথা অর্থনৈতিক মুক্তি, শান্তি-শৃঙ্খলা, সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এসময় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, মোহাম্মদ নুরুল আমিন, নূর মোহাম্মদ, নুরুল আমিন চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সরোয়ার আলমগীর, কাজী সালাউদ্দিন, কর্নেল আজিম উল্লাহ বাহার, অধ্যাপক আজম খান, এডভোকেট আবু তাহের, আব্দুল আউয়াল চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, সেলিম চেয়ারম্যান, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, আবু আহমেদ হাসনাত, মাহবুব সাফা, আবু আহমেদ আনোয়ার হোসন,  হাসান মো. জসিম উদ্দিন, সরয়ার উদ্দিন সেলিম, এসএম মুরাদ চৌধুরী, শফিউল আলম চৌধুরী, এইচ এম নুরুল হুদা, এজাহার মিয়া, দিদারুল আলম মিয়াজী, কাজী মহিউদ্দিন, গাজী নিজাম, আবদুস সালাম, ইখতিয়ার উদ্দিন খান, আকবর আলি, বদরুল আলম, জিএম মোর্শেদ চৌধুরী, জাহিদুল আফসার জুয়েল, মনিরুল আলম জনি, কামাল উদ্দিন, ফজল বারেক, মোহাম্মদ সিদ্দিক, সেলিম নুর, আব্দুল মোতালেব চৌধুরী, সৈয়দ নাসির উদ্দীন, আওরঙ্গজেব সম্রাট  মহিউদ্দিন চৌধুরী, মোহাম্মদ ওয়াসিম, মিনহাজ উদ্দিন, রায়হান উদ্দিন, রাকিবুল হাসান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এম