নোয়াখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গণজমায়েতে বিএনপি
প্রকাশ | ০৭ নভেম্বর ২০২৪, ১৮:১৮
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান বলেছেন, দেশের ছাত্র জনতা, মেহনতী মানুষ, বিএনপির হাজার হাজার কর্মী বুকের রক্ত দিয়ে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। তাদের অর্জনকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।
তিনি বৃহস্প্রতিবার সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নোয়াখালী জেলা বিএনপি আয়োজিত গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জেলা শহরের শহীদ ভুলু ষ্টেডিয়ামের সামনে অনুষ্ঠিত গণজমায়েতে মোঃ শাহজাহান বলেন, আমরা গত ১৭ বছর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করতে পারিনি। আমাদের দেশের ছাত্র জনতা, মেহনতী মানুষ, বিএনপির হাজার হাজার কর্মী, বিভিন্ন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা, সাধারণ ছাত্ররা বুকের রক্ত দিয়ে আজকে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে।
তিনি আরো বলেন, ‘আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম রক্ত দিয়ে, কিন্তু বেশিদিন ধরে রাখতে পারিনাই। আজকে আমাদের যে অর্জন এ অর্জনকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এ অর্জনকে ধরে রাখতে হবে। তাই আজকে কেউ কারো বিরুদ্ধে আবেগপ্রবণ কথা না বলে, কোন দু:চিন্তা কুচিন্তা না করে অতি দ্রুত কিছু সংস্কার সাধন করার পর অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃস্টি করে যত তাড়াতাড়ি নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া যাবে ততই হবে দেশের জন্য মঙ্গল। তাহলে চক্রান্তকারীরা কোন সুযোগ পাবে না। আর যদি বিলম্ব হয়, চক্রান্তকারীরা বসে নেই। তারা প্রতিনিয়ত চক্রান্ত করছে এবং সংখ্যালঘুদের ব্যবহার করে অনেক রকম অপকর্ম করার চেষ্টা করছে।’
মোঃ শাহজাহান বলেন, ‘যতই চক্রান্ত হোন জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপিকে ধ্বংশ করা করো পক্ষেই সম্ভব না।’
জেলা বিএনপির সভাপতি এ.জেড.এম গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে গণজমায়েতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
পরে মোঃ শাহজাহানের নেতৃত্বে একটি বর্ণিল শোভাযাত্রা জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
যাযাদি/ এম