গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে কালীগঞ্জ পৌরসভার আড়িখোলা ও ভাদার্ত্তী এলাকায় ২টি মামালায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি এ দণ্ডাদেশ প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক নূরী তাসমিন ঊর্মি বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকার বেকারীতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
এ সময় আড়িখোলার এক ব্যবসায়িকে ৭ হাজার ও ভাদার্ত্তীর এক ব্যবসায়িকে ২ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ২টি মামলায় এ জরিমানা করা হয়।
এছাড়াও কালীগঞ্জ পৌর এলাকায় বাজারের সবজি, মাছ ও নিয়মিত ব্যবহৃত নানা দ্রব্যের দোকানগুলোতে মূল্য ঠিক আছে কিনা তদারকি করেন। নিয়মিত কাজের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক।
অভিযানকালে বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম সহ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
যাযাদি/ এআর