গফরগাঁওয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রকাশ | ০৭ নভেম্বর ২০২৪, ১৬:৫৯

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায়  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  বিশাল আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে  বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে পাগলা বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে  ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও পাগলা থানা বিএনপির সাবেক আহবায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানার নেতৃত্বে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা বের করা হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাগলা থানার সামনে এসে শেষ হয়।

এর আগে, সকাল থেকেই  বিভিন্ন এলাকা থেকে ব্যানার ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল সহকারে পাগলা বাজারের সভা মঞ্চে এসে জড়ো হয়।

এ সময় বক্তারা বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  দেশনায়ক তারেক রহমানের নিদের্শে  জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন এবং সকল ষড়যন্ত্র মোকাবেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য বজায়া রাখার আহ্বান জানান।

আলোচনা সভায় পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক শেখ মো. ইসহাকের সভাপতিত্বে,বক্তব্য প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও পাগলা থানা বিএনপির সাবেক আহবায়ক ডা. মোফাখখারুল ইসলাম রান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ছুয়াদুর রহিম ভুলু, সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা  আব্দুল হামিদ শেখ, বিএনপি নেতা হাজী আব্দুস সাত্তার, আজহারুল হক, জেলা যুবদলের যুগ্ন সম্পাদক আব্দুল আজিজ সাদেক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোহাম্মদ আলী বাবুল, উপজেলা ছাত্রদলের আহবায়ক মুক্তার হোসেন, পাগলা থানা ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম, পাগলা থানা স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব মাহফুজুর রহমানসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

যাযাদি/ এআর