বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রকাশ | ০৭ নভেম্বর ২০২৪, ১৬:২৯

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ফরিদপুরের বোয়ালমারীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে এ উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে  বোয়ালমারী উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামালের সভাপতিত্বে ও মজিবুর রহমান বাবুর সঞ্চালনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর -১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু। 

তিনি বলেন, আওয়ামী দুঃশাসন যখন এ জাতির ঘাড়ে জেঁকে বসতে চেয়েছিল তখন দেশপ্রেমিক সিপাহি জনতার সংহতি একটি উদার গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে এনেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে। আমাদের সুযোগ এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে অর্জিত বিজয়কে কাজে লাগিয়ে তারেক রহমানের নেতৃত্বে এ দেশকে ফের নির্মাণের।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নিজামুদ্দিন মিয়া মিলু, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুস ছবুর, সাবেক কাউন্সিলর মিনাজুর রহমান লিপন, সাবেক কাউন্সিলর শেখ আতিকুল আলী, সাবেক কাউন্সিলর শেখ আজিজুল হক, শেখর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রইসুল ইসলাম পলাশ, শ্রমিক দলের সভাপতি কামাল হোসেন,  জাসাস সভাপতি শাহীন আনোয়ার, উপজেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক মিয়া আহমেদ সোহেল, চতুল ইউনিয়ন বিএনপির সভাপতি একলিম শরীফ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাবুব হাসান সজিব, দুখু প্রমুখ 

যাযাদি/ এআর