বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

চৌগাছায় দরিদ্র মহিলাদের হাঁস মুরগী পালন প্রশিক্ষণ

চৌগাছা (যশোর)  প্রতিনিধি
  ০৭ নভেম্বর ২০২৪, ১৬:২০
ছবি: যায়যায়দিন

যশোরের চৌগাছায় দরিদ্র মহিলাদের হাঁস মুরগী পালনে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি চৌগাছা উপজেলার আয়োজনে বিআরডিবি হলরুমে ৩ দিনের আয়বর্ধনমূলক এ প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠান করা হয়।

এটি দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহয়তাপ্রকল্প (ইরেসপো) ২য় পর্যায়ের প্রকল্প ।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার (উন্নয়ন ও এপিএমবি) আবু সায়েদ মোঃ মনজুর আলম।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড যশোরের উপ-পরিচালক বিএম কামরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহান, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক এম এ রহিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিকাশ মজুমদার, প্রকাশ রায় ও তরিকুল ইসলাম প্রমুখ।

যাযাদি/ এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে