বন্যা পরবর্তী পূণর্বাসন কর্মসূচির অধীনে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় বৃহষ্পতিবার ( ৭ নভেম্বর) চাঁদপুর আর্মি ক্যাম্প কর্তৃক কয়েকটি বন্যা দুর্গত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও প্রতিটি পরিবারকে নগদ অর্থ এবং ত্রাণ বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই কার্যক্রমের প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মো. মোয়াজ্জেম হোসেন, পিএসসি (অধিনায়ক,২১ বীর)।
আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া, সহকারী কমিশনার (ভূমি) ও ফরিদগঞ্জ পৌর প্রশাসক এ.আর. এম জাহিদ হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হানিফ সরকার, প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আজাহার আলী, সমাজ সেবা কর্মকর্তা মাাহমুদুল হাসান, পিআইও মিল্টন দস্তিদারসহ সরকারি কর্মকর্তাবৃন্দ।
সেনা কর্তৃপক্ষ জানান, ৫২টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রি ও ৬টি পরিবারকে গৃহনির্মাণের জন্য ঢেউটিন বিতরণ করা হয়।
যাযাদি/ এসএম