২০২৪-২৫ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় কক্সবাজারের কুতুবদিয়ায় শীতকালীন সবজি ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যােগে উপজেলা চত্বরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।
তিনি বলেন,এই প্রণোদনা সহায়তাকে নিজেদের প্রয়োজনে কাজে লাগাবেন এবং নিজেরা সবজি চাষ করবেন। একটা অনুরোধ এই বীজগুলো কোথাও বিক্রি করবেন না। চাষ করে পরিবারের চাহিদার মেটানোর পাশাপাশি বিক্রি করে আর্থিকভাবে লাভবান হতে পারবেন।
উদ্বোধনে সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন,২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা এক হাজার জন কৃষক প্রণোদনা হিসেবে বিনামূল্যে বিভিন্ন জাতের শীতকালীন সবজি বীজ, সার ও নগদ অর্থ পাবেন। যার মধ্যে ৪'শ ৪০ জন কৃষকের মাঝে শীতকালীন উফশী ৮ প্রকার বীজ ও এক হাজার টাকা নগদ অর্থ এবং ৫'শ জন কৃষকের মাঝে ৮ প্রকার বীজ, ২০ কেজি ডিএপি ও এমওপি সার ও এক হাজার টাকা নগদ অর্থ পাবে। এছাড়া, ৫০ জন কৃষকের মাঝে ১ কেজি করে ৫০ কেজি সরিষা বীজ ও ২০ কেজি করে সার, ৭ কেজি করে ফেলনের বীজ ১০ জন কৃষকের মাঝে ৭০ কেজি এবং ১৫ কেজি করে সার পাবে বলে জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপ-সহকারি কৃষি অফিসার মিছবাহ উদ্দীন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো: নেজাম উদ্দীনসহ সাংবাদিক ও উপকারভোগী কৃষকগণ।
যাযাদি/ এসএম