৪৯ দিনে কুরআন হিফজ করা বিস্ময় শিশু হাবিবুর রহমানকে ছাত্রশিবিরের সংবর্ধনা

প্রকাশ | ০৭ নভেম্বর ২০২৪, ১২:০৭

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
ছবি : যায়যায়দিন

মাত্র ৪৯ দিনে পবিত্র কুরআন হিফজ করা ৮ বছরের শিশু হাবিবুর রহমানকে ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংগঠনের পক্ষ থেকে এ বিস্ময় শিশুর হাতে স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি মশিউর রহমান ফাহাদ, সেক্রেটারি দাউদ ইসলাম, দপ্তর সম্পাদক মুজাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক আমিমুল ইহসান, প্রশিক্ষণ সম্পাদক ওসমান গনি প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, হাবিবুর রহমানের এই উজ্জ্বল দৃষ্টান্ত নিশ্চয়ই মহান আল্লাহর পক্ষ থেকে নেয়ামত স্বরূপ। এটি পবিত্র কুরআনের এক অনন্য মুজিজাও বটে। এত কম বয়সে কুরআনের ৩০ পারা হৃদয়ে ধারণ করা বিস্ময়কর ঘটনা। হাবিবুর রহমান আগামীতে যেন তার এই মেধাকে কাজে লাগিয়ে ইসলাম এবং দেশের খেদমত করতে পারে সেই প্রত্যাশা করেন নেতৃবৃন্দ। তার আগামীর জীবন সুন্দর এবং সাফল্যমণ্ডিত হোক সেই কামনা করেন।

উল্লেখ্য, বিস্ময়কর ও প্রখর মেধাবী হাবিব নোয়াখালী বেগমগঞ্জের বাইতুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। সে সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দী গ্রামের সৌদি প্রবাসী মাইনুদ্দিন রাসেলের ছেলে। 

জানা যায়, শিশু হাফেজ হাবিব ২০২২ সালে এক বছর নুরানী পদ্ধতিতে পড়ার পর ২০২৩ সালের মাঝামাঝি অবস্থায় বাইতুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসায় ভর্তি হয়ে নাজেরা (কোরআন দেখা পড়া) পড়ে। অতঃপর  ২০২৪ সালের জুলাই মাসের ১৯ তারিখে পবিত্র কোরআন মাজীদ হেফজ (মুখস্থ) শুরু করে। সে থেকে  ৫ সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ৪৯ দিনে পুরো কোরআন মুখস্ত করে সে। এমন বিরল কৃতিত্ব অর্জনে তার শিক্ষক, পরিবার,  আত্মীয়-স্বজন ও সহপাঠীরা আনন্দিত ও উচ্ছ্বসিত।

যাযাদি/ এসএম