বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

গফরগাঁওয়ে নিরাপদ অভিবাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
  ০৭ নভেম্বর ২০২৪, ১২:০৫
ছবি : যায়যায়দিন

ময়মনসিংহের গফরগাঁওয়ে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা-২ এর অধীনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ব্র্যাক ময়মনসিংহ জেলা সমন্বয়ক নাহিন রহমানের সভাপতিত্ব করেন । কর্মশালায় প্রধান অথিতির বক্তব্র রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন ।

বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মতিউর রহমান, গফরগাঁও থানার ওসি (তদন্ত) আব্দুর রহিম সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর এ আলম ভূঁইয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হোসেন, প্রবাসী কল্যাণ ব্যাংক গফরগাঁও শাখার ব্যবস্থাপক খায়রুল আলম, সৌদি আরব ফেরত অভিবাসী বিলকিস ও ইকবাল প্রমুখ। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক জেলা কো-অর্ডিনেটর মোঃ নাসিম উদ্দিন ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন বলেন, বিদেশ-ফেরত ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পুনরেকত্রীকরণের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ব্র্যাক । আমরা সবাই মিলে বিপদে পড়া বিদেশ-ফেরতদের পাশে থাকবো। পাশাপাশি বিদেশে যাওয়ার আগে সেই দেশের ভাষা শিক্ষা ও দক্ষ হয়ে বিদেশ যাওয়ার ওপরে গুরুত্বারোপ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে