দাগনভুইয়ায় আহমদিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় অভিভাবক সমাবেশ

প্রকাশ | ০৭ নভেম্বর ২০২৪, ১২:০৪

ফেনী ও দাগনভুইয়া প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

ফেনীর দাগনভুইয়ার প্রাচীন দীনি প্রতিষ্ঠান আহমদিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং মিফতাহুল জান্নাত দাখিল মাদ্রাসায়  অভিভাবক সমাবেশ ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে মাদ্রাসার নতুন ভবনে মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক  হাফেজ মাওলানা মো. ইমাম উদ্দিনের সভাপতিত্বে ও  স্বাগত বক্তব্য  দিয়ে  মাদ্রাসার ঐতিহ্য, সুনাম, খ্যাতি ও সমস্যা  এবং সম্ভাবনা  নিয়ে বিস্তারিত তুলে ধরেন।  প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবে সাবেক সভাপতি ও  আরটিভি, দৈনিক যায়যায়দিনের ফেনী প্রতিনিধি আজাদ মালদার।  বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফাউন্ডেশনের  ফিল্ড অফিসার মাওলানা মাহাবুবুল হক সহ অনেকে। 

 ১৯৭২ সালে  প্রতিষ্ঠিত এ মাদ্রসা ও এতিমখানাতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় দেড় হাজার। শিক্ষক কর্মচারী  রয়েছে  ৬৫ জন। প্রতি বছর  হাফেজ  হযে পাগড়ী পরিহিত  হচ্ছেন গড়ে বিশজন হাফেজ।  প্রতি বছর  এ প্রতিষ্টান থেকে  ২০ জন শিক্ষার্থী সরকারি
বেসরকারি  বৃত্তি  লাভ করে সুনাম ও ঐতিহ্যকে ধরে রেখেছে। বিভিন্ন  প্রতিযোগীতায় ১৪৫ জন শিক্ষার্থী বিজয়ী হয়ে পুরস্কার  ও সনদ লাভ করেছেন। মাদ্রাসার শিক্ষার্থীদের  সুযোগ সুবিধা  সহ বিভিন্ন বিষয় নিয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোঃ ইমাম উদ্দিন  সকলের সহযোগিতা কামনা করেন। বক্তারা মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার হাফেজ মাওলানা মোঃ  রুহুল আমিনের সুস্বাদু  ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন। 

যাযাদি/ এসএম