শেরপুরে হত্যা মামলার আসামি উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

প্রকাশ | ০৭ নভেম্বর ২০২৪, ১১:৩৪

শেরপুর জেলা প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজ শিক্ষার্থী মাহবুব হত্যা মামলায় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীরখামার ইউপি চেয়ারম্যান আওলাদুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (৬ নভেম্বর) বিকেলে সদর উপজেলার ভাতশালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আওলাদুল গাজীরখামার ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের মৃত আজম আলী মন্ডলের ছেলে।

এদিকে একইদিন বেলা তিনটার দিকে র‌্যাব-১৪’র একটি আভিযানিক দল আওলাদুল ইসলামকে গাজীরখামার ইউনিয়ন পরিষদ ভবন থেকে গ্রেফতার করতে গেলে এলাকাবাসীর বাধার মুখে পড়ে। একপর্যায়ে আওলাদুলকে স্থানীয় এলাকাবাসী ছিনিয়ে নিয়ে ইউনিয়ন পরিষদের পেছন দিয়ে পলায়নে সহায়তা করে।

পরে এর দুই ঘণ্টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবায়দুল আলমের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল ভাতশালা এলাকায় অভিযান চালিয়ে আওলাদুলকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রাজ্জাক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের হত্যা মামলার আসামিকে র‌্যাব ধরতে গেলে চেয়ারম্যানের ডাক-চিৎকারে তার লোকজন জড়ো হয়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। ওই অবস্থায় র‌্যাব ও জনতার রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার সম্ভাবনা হওয়ায় জননিরাপত্তা কথা বিবেচনা করে র‌্যাব চলে আসে।

এ ব্যাপারে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় দায়ের করা মামলাগুলোর আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে। তারই ধারাবাহিতায় হত্যা মামলার আসামি আওলাদুলকে গ্রেফতার করা হয়েছে। ওইসব মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারেও অভিযান চলমান থাকবে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজ শিক্ষার্থী মাহবুব হত্যার ঘটনায় আওলাদুলসহ আওয়ামী লীগ নেতা-কর্মীদের আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন মাহবুবের মা মাফুজা খাতুন।শেরপুর জেলা পুলিশ আলোচিত চেয়ারম্যানকে।