চৌফলদন্ডীর ৪৪ মামলার আসামি জিয়া অস্ত্রসহ গ্রেপ্তার
প্রকাশ | ০৬ নভেম্বর ২০২৪, ২০:১৩
কক্সবাজারের সন্ত্রাসী জিয়াবুল হক জিয়াকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব। তার বিরুদ্ধে মানুষের জমি দখল, চিংড়ি ঘের দখল, চুরি, ডাকাতিসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে।
সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের বাসিন্দা জিয়ার বিরুদ্ধে বর্তমানে ৪৪টি মামলা রয়েছে।
বুধবার ভোরে রামু উপজেলার রাজারকুল এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।
তিনি বলেন, জিয়াবুল হক জিয়া চৌফলদন্ডী ইউনিয়নের মূর্তিমান আতঙ্ক। তার নেতৃত্বে এলাকায় সাধারণ মানুষের উপর অত্যাচার ও নারী নির্যাতন, জোরপূর্বক নিরাপরাধ মানুষের জমি দখল, চিংড়ি ঘের দখল, চুরি, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পায় র্যাব।
এর পরিপ্রেক্ষিতে একবার যৌথ বাহিনী অভিযান চালিয়ে তার আস্তানা থেকে ৩০০টির বেশি স্বাক্ষরিত ফাকা দলিল দস্তাবেজ ও অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করলেও সে পালিয়ে যায়। এরপর তাকে গ্রেপ্তারে র্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইং এবং র্যাব-১৫ এর নিজস্ব গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয় বলে জানান মো. কামরুজ্জামান।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজারকুল এলাকায় তার এক আত্মীয়ের বাড়ি থেকে বুধবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় ১টি দেশীয় অস্ত্র ও ২ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়াবুল হক জিয়া অপরাধের কথা স্বীকার করেছে জানিয়ে র্যাব কর্মকর্তা বলেন, বিভিন্ন মাধ্যমে দেশি-বিদেশী অস্ত্র-গুলি সংগ্রহ করে জিয়া তার দখল বাণিজ্যের সাম্রাজ্য গড়ে তোলে।
গ্রেপ্তার জিয়াকে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
যাযাদি/ এম