কিশোরগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
প্রকাশ | ০৬ নভেম্বর ২০২৪, ২০:০৯ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৪, ২১:৩৪
কিশোরগঞ্জ সদরের ব্রাহ্মণকচুরী গ্রামে জয়কৃষ্ণ বর্মনের বাড়িতে হামলা ও লুটপাটের নেতৃত্বদানকারী সাবেক ইউপি চেয়ারম্যান ইদ্রিস ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন। দীর্ঘদিন যাবত তার নামে মামলা থাকা সত্বেও এলাকায় ঘুরে ঘুরে হুমকি দেয়ার কারণে হিন্দু পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বুধবার (৬ নভেম্বর) বেলা ১১ টায় জেলা শহরের কালীবাড়ির সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করে জেলা প্রশাসক বরাবর এক স্মারকলিপি প্রদান করা হয়।
ভুক্তভোগীরা বলেন, ৫ আগস্ট সরকার পতনের পরপরই বিএনপি সমর্থিত স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান ইদ্রিস তার দলবল নিয়ে সদর উপজেলার ব্রাহ্মণকচুরী গ্রামের জয়কৃষ্ণ বর্মনের বাড়িতে হামলা করে ভাংচুর ও লুটপাট করে সকল মালামালসহ ঘরের দরজা-জানালা খুলে নিয়ে যায়। এ সময় ঐ পরিবারের সদস্যরা আত্মরক্ষার্থে এলাকা ছেড়ে আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। এখন পর্যন্ত তারা বাড়ি উঠতে পারছে না ইদ্রিসের ভয়ে।
পরে, গত ২৩ সেপ্টেম্বর কিশোরগঞ্জ মডেল থানায় জয়কৃষ্ণ বর্মনের স্ত্রী গীতা রানী বর্মন বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপর থেকে মামলা তুলে নেওয়ার জন্য হামলাকারিরা হুমকী দিতে থাকে। দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানানো হয় মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
যাযাদি/ এম