বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

শিবচরে রোপা আমন ধান কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
  ০৬ নভেম্বর ২০২৪, ১৮:৫৯
ছবি: যায়যায়দিন

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় আইএফডিসি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যাক্টিভিটি (সিএসএ)—এর উদ্যোগে ব্রি ধান—৭৫ জাতের রোপা আমন ধানের প্রদর্শনী, শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৬ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের দৈনিক বাজার এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র (আইএফডিসি) সিনিয়র ক্যাপাসিটি বিল্ডিং স্পেশালিস্ট মো. মাহবুব ই ক্ষুদা।

এসময় উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র (আইএফডিসি)— মেকানাইজেশন স্পেশালিস্ট মানদুদুল হক, ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর মাহমুদা খানম।

অনুষ্ঠান উপ—সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মিজানুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামসহ ৪০ জন পুরুষ—মহিলাদের নিয়ে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত একটি ক্লাইমেট স্মার্ট জাত ব্রি— ধান ৭৫। রোপা আমন এই ধানটি জিংক সমৃদ্ধ। কারণ মাছে-ভাতে বাঙালির ধানেই সমৃদ্ধি। এই সমৃদ্ধি নিশ্চিত করবে ব্রি— ধান ৭৫ । কাজেই এখন পুরনো জাত বাদ দিয়ে নতুন জাতের ধান ব্রি-৭৫ চাষ করতে হবে। উপরন্তু ব্রি-৭৫ চিকন, উচ্চ জিংকসমৃদ্ধ, জিরা টাইপের, যা আমাদের পুষ্টির চাহিদাও পূরণ করবে। এগুলো প্রিমিয়াম কোয়ালিটির ধান হওয়ায় বাজারমূল্যও অন্য ধানের তুলনায় বেশি।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে