দৌলতপুরে ভেজাল খাদ্য কারখানায় জরিমানা
প্রকাশ | ০৬ নভেম্বর ২০২৪, ১৮:২১
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের নাটুয়াবাড়ী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেনাবাহিনী, পুলিশ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) যৌথবাহিনী ভেজাল শিশু খাদ্য উৎপাদনকারী ০৪ টি কারখানায় অভিযান পরিচালনা করে ।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এবং সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম ৪ টি কারখানার ৪ জনকে চার লক্ষ টাকা জরিমানা করা হয়েছে । অনাদায়ে এক মাসের জেল প্রদান করা হয় ।
গতকাল মঙ্গলবার রাত ৯ টায় দৌলতপুর উপজেলার দুর্গম গ্রামঅঞ্চল ধামশ্বর ইউনিয়নের নাটুয়াবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযানে বিপুল পরিমাণে ভেজাল শিশু খাদ্য উৎপাদনকারী কাঁচামাল জব্দ করা হয়।
এবিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এবং সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম জানান, ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে মোঃ রাজিব, তোফায়েল মিয়া, মোঃ রৌফ ও মোঃ হিরু এই চার জনকে (প্রত্যককে এক লক্ষ টাকা করে) ৪,০০,০০০/ - (চার লক্ষ) টাকা জরিমানা করেছে । অনাদায়ে এক মাসের জেল প্রদান করা হয় । প্রতিষ্ঠানগুলোর কোন নাম নেই ব্যক্তি উদ্যোগে পরিচালিত হচ্ছিল।
এসময় উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর ক্যাপ্টেন আসিব হাসান সোভন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)র জাহিদুল ইসলাম জাহিদ,সহ থানা পুলিশ,আনসার সদস্য ।
যাযাদি/ এম