এলেঙ্গাতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও মশক নিধন

প্রকাশ | ০৬ নভেম্বর ২০২৪, ১৭:২৮

কালিহাতী ( টাঙ্গাইল ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

মশার বিস্তার রোধ করি,  ডেঙ্গু জ্বর প্রতিরোধ করি এবং আতঙ্ক নয়,  সচেতনতা ও ডেঙ্গু নয় সুস্থতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গাতে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।  বুধবার বিকালে এলেঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি )  ও পৌর প্রশাসক সিফাত বিন সাদেক।

এসময় তিনি বলেন  ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন থাকা অতীব জরুরি । মশক নিধনে পৌর এলাকার রাস্তা, ড্রেন, ডোবা-নালা, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আশপাশের ঝোঁপ-ঝার, ময়লা ও আবর্জনা পরিস্কার করা হচ্ছে। উড়ন্ত মশা নিধনের জন্যও বিভিন্ন প্রতিষ্ঠানে যেখানে মশার উপদ্রব বেশি সেখানে মশার স্প্রে প্রদান করা হয়।

পৌর বাসীর কাছে অনুরোধ জানিয়ে পৌর  প্রশাসক বলেন, আপনার চারপাশে ডেঙ্গু মশার লার্ভা থাকতে পারে। আপনারা যদি আপনার চারপাশ পরিস্কার-পরিচ্ছন্ন না রাখতে পারেন, তাহলে আমাদেরকে জানান আমরা ব্যবস্থা নিব। আপনারা যেখানে সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলুন। তাহলে আমরা পরিচ্ছন্ন কর্মী দিয়ে সহজে ডাস্টবিন থেকে ময়লা তুলে নিয়ে নির্দিষ্টস্থানে ফেলতে পারবো।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আমির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পী দে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. ওমর ফারুক,পৌর নির্বাহী কর্মকর্তা  সিদ্দিকুর রহমান  প্রমুখ।

 

যাযাদি/এসএস