ঈশ্বরদীতে রেলওয়ের পৃথক দূর্ঘটনা
প্রকাশ | ০৬ নভেম্বর ২০২৪, ১৭:২৮
পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ রেলওয়ের পৃথক দুটি দুর্ঘটনায় এক জনের দুটি এবং এক জনের একটি করে পা খুইয়েছেন ২ যুবক।
বুধবার সকাল সাড়ে ৯ টায় ঈশ্বরদী জংশন স্টেশন ইয়ার্ডে এবং দুপুর পৌঁনে ১ টায় ঈশ্বরদী বাইপাস স্টেশনে এ দূর্ঘটনা গুলো ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঈশ্বরদী জিআরপি থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান এবং ঈশ্বরদী ফায়ার সার্র্ভিস এ্যান্ড সিভিল ডিভেন্স এর ওয়্যার হাউস ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম ।
আহত মো: মিজানুর রহমান (৩২) মুনশিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার পেতাদিয়া এলাকার মো: নূরবক্স হাওলাদারের ছেলে এবং অপরজন মো: বায়েজিদ হোসেন (২৫) নেত্রকোনা জেলাধীন মোহনগঞ্জ উপজেলার মানত্রি এলাকার মো: কুতুব উদ্দিনের ছেলে।
ঈশ্বরদী জিআরপি থানা, ফায়ার সার্র্ভিস এবং প্রত্যক্ষসূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯ টায় ঈশ্বরদী জংশন স্টেশনের ইয়াডে একটি সানটিং রেলওয়ে ইঞ্জিনের সামনে আত্মহত্যার জন্য ঝাপদেন মিজানুর রহমান নামের এক যুবক। এসময় ঐ যুবকের ২ পায়ের হাটুর নিচ থেকে কেটে দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে স্থানীয়রা এবং জিআরপি পুলিশ উদ্ধার করেন। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস সসদস্যরা আহত যুবকটিকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অপরদিকে দুপুর পৌঁনে ১ ঘটিকায় ঈশ্বরদী বাইপাস স্টেশনে একটি চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের চাকার নিচে পরে বায়েজিদ নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর ডান পায়ের হাটু পর্যন্ত এবং বা পায়ের কয়েকটি আঙ্গুল কেটে তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন এবং ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশকে খবর দেন।
রেলওয়ে পুলিশ এবং ঈশ্বরদী ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত বায়েজিদকে উদ্ধার করেন এবং স্থানীয় ডক্তারদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আহত বায়েজিদের বোন বিথী খাতুন যায়যায়দিনকে বলেন, আমার ভাই কুষ্টিয়ার একটি মাদ্রাসায় মুফতি পড়তেন। তার পরীক্ষা চলছিল। আগামী ৭ নভেম্বর তার পরীক্ষা শেষ করে বাড়ীতে আসার কথা ছিল। কিন্তু তার আগেই এই দূর্ঘটনার খবর পেলাম।
ঈশ্বরদী ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিভেন্স এর ওয়্যার হাউস ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম যায়যায়দিনকে বলেন, সকালে রেলে যুবকের দুটি পা কাটার খবরে আমরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। এবং দুপুরে বাইপাস স্টেশনে দূর্ঘটনার খবর পেয়েও দ্রুত সেখানে আমাদের সদস্যরা পৌঁছে যায়। তবে তার শারিরিক অবস্থা খারাপ হওয়ায় স্থানীয় চিকিৎসকদের পরামর্শে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতারে প্রেরণ করা হয়েছে।
ঈশ্বরদী জিআরপি থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে যায়যায়দিনকে বলেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করা হয়েছে। তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। তাদের সাথে কথা বলে বাকি পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
যাযাদি/ এম