তালতলীতে গুলি ও ইয়াবা নিয়ে ডাকাত মহসিনসহ আটক ৪
প্রকাশ | ০৬ নভেম্বর ২০২৪, ১৭:১৩
বরগুনার তালতলীতে অভিযান চালিয়ে চায়না রাইফেলের দুইটি গুলি ও ৩০ পিস ইয়াবা নিয়ে কুখ্যাত ডাকাত মহসিন(৩২)সহ তার ৩ সহযোগিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বুধবার(০৬ নভেম্বর) রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার হেলেঞ্চাবাড়িয়া স্কুলের সামনে থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- আমতলী উপজেলার উত্তর ঘোপখালী এলাকার মৃত জয়নাল আবেদিনের ছেলে কুখ্যাত ডাকাত মহসিন (৩২) তার সহযোগি মো. সাগর,উজ্জল ও মো.ইউসুফ। মহসিনের বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন থানা ৭টি ডাকাতি মামলা রয়েছে।
জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হেলেঞ্চাবাড়িয়া স্কুলের সামনে অভিযান চালায় বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় কুখ্যাত ডাকাত মহসিনসহ তার ৪ সহযোগিদের আটক করা হয়। পরে তাঁর কাছে থাকা চায়না রাইফেলের দুইটি গুলি জব্দ করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় ৩০ পিস ইয়াবা।
বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি বশির আল বলেন, কুখ্যাত ডাকাত মহসিনসহ তার ৪ সহযোগিকে আটক করা হয়েছে।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আটক ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিদের থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে। অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।
যাযাদি/এসএস