গাজীপুরের কাপাসিয়ায় হত্যা মামলার আসামি সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য সিমিন হোসেন রিমি সহ আওয়ামী দোসরদের গ্রেফতারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে। গতকাল বুধবার দুপুরে কাপাসিয়া বাস টার্মিনাল এলাকায় তাজউদ্দিন আহমদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ব্যানারে শান্তিপূর্ণ কাপাসিয়া গড়ার লক্ষ্যে মাদক, চাঁদাবাজি ও ছিনতাইয়ের বিরুদ্ধে তারা বিভিন্ন শ্লোগান দেয়। শিক্ষার্থীরা মাদক ব্যবসায়ী, পতিত স্বৈরাচারী সরকারের দোসর, ছাত্র জনতার উপর হামলাকারী ও হত্যা মামলার এজাহার ভুক্ত আসামিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। তারা সিমিন হোসেন রিমি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উদ্দীন আহমেদ সেলিম, গৃহপরিচারিকা ধর্ষণ মামলার আসামি ও উপজেলা যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক রাজীব ঘোষ সহ আওয়ামী দোসরদের গ্রেফতারের দাবি জানান। দাবি পূরণ না হলে তারা চলমান কর্মসূচির পাশাপাশি বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদুল ইসলাম রাশেদ, শামীম হোসেন, জাহিদ হাসান, জুনায়েদ, যুবরাজ, হৃদয়, সাহেল, মিনহাজ প্রমুখ।
যাযাদি/এসএস