ভৈরবে এক হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার ও সরিষা বীজ

প্রকাশ | ০৬ নভেম্বর ২০২৪, ১৭:০১

ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

কিশোরগঞ্জের  ভৈরবে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ১ হাজার কৃষকের মধ্য প্রণোদনার সার ও সরিষা বীজ বিতরণ করা হয়েছে ।

আজ বুধবার দুপুরে উপজেলা মিলনায়তনে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমীন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম।

২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে উৎপাদনে বৃদ্ধির লক্ষ্যে গম, ভুট্রা, সরিষা, চিনাবাদাম, পেয়াজ, মুগ, মসুর ও খেসারি ফসলে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। চলতি রবি মৌসুমে বাড়তি ফসল আবাদের জন্য প্রত্যেক কৃষককে এক কেজি সরিষা বীজ, ১০ কেজি করে এমওপি ও ডিএপি সার দেয়া হয়। উপজেলা সাতটি ইউনিয়ন ও পৌরসভার ১ হাজার কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করে সহযোগিতা করে কৃষি বিভাগ।

ভৈরব উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম জানান, দেশে তেল সংকট দূর করতে সরকার সরিষা আবাদে উদ্বুদ্ধ করতে কৃষকদের মধ্য বিনামূল্যে এই সার ও বীজ বিতরণ করা হয়। তিনি বলেন ভৈরব উপজেলায় এবার সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়ে সাড়ে তিন হাজার হেক্টর জমিতে। গত বছর আবাদ হয়েছিল ২৫০০ হেক্টর জমিতে। চলতি রবি মৌসুমে ২০% ফলন বৃদ্ধি ধরা হয়েছে বলে তিনি জানান ।

এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমীন বলেন, কৃষকদের স্বাবলম্বী ও দেশে অনাবাদী জমিতে ফসল ফলাতে সরকার কৃষকদের প্রণোদনার আওতায় কৃষকদের মাঝে বিনামূল্য সার ও বীজ বিতরণ করছেন। যেন দেশে কোন জমি আনাবাদী হয়ে পড়ে না থাকে।

এছাড়াও  সার ও সরিষা বীজ বিতরণ অনুষ্ঠান অতিথি হিসাবে ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সালাউদ্দিন কায়সার আফরাদ, মো.আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া, সহকারি কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা আশরাফ আলী ভূঁইয়া প্রমূখ।


যাযাদি/এসএস