ঘোড়াঘাটে ইন্দোনেশিয়ার নাগরিকের মৃত্যু
প্রকাশ | ০৬ নভেম্বর ২০২৪, ১৫:৫২
দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীতে গোসল করতে নেমে মোঃ ফাইজার ইসলাম (৪৫) নামে ইন্দোনেশিয়া নাগরিকের মৃত্যু হয়েছে। মৃত ইন্দোনেশিয়ান নাগরিক হলেন জে আর আমপাং গেপাং এলাকার তয়জার রামলির ছেলে। মৃত ব্যক্তি ইন্দোনেশিয়া পাসপোর্ট নং সি-৮৬৫০৯২৫।
ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার বুলাকীপুর ইনিয়নের কুলানন্দপুর গ্রামে। স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, বাংলাদেশী ২জন ও ইন্দোনেশিয়ার ৬ জন নাগরিক মিলে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর উত্তর পাড়া জামে মসজিদের ৪০ দিনের তাবলীগ আসেন।
ঘটনার দিন সকাল সাড়ে ৮ টার দিকে তাবলীগ জামাতের ৬ জন ইন্দোনেশিয়া নাগরিক গ্রামের পার্র্শ্ববর্তী করতোয়া নদীতে গোসল করতে নামলে ফাইজার ইসলাম নামে একজন ইন্দোনেশিয়ার নাগরিক পানিতে ডুবে নিখোঁজ হয়।
গোসল করতে নামা মুসল্লিরা তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয়দের মাধ্যমে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে অবগত করলে তারা এসে ডুবে যাওয়া ব্যক্তিকে উদ্ধারের অভিযান পরিচালনা করে। পরে তাদের সাথে রংপুর ডুবুরি ইউনিটের একটি দল যোগ দেয়। বেলা সাড়ে ১১ টার দিকে ফাইজার ইসলামের লাশ উদ্ধার করেন ডুবুরিরা।
ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান যেহেতু মৃত ব্যক্তি বিদেশী নাগরিক। আমরা তার মরদেহ নদী থেকে উদ্ধার করেছি। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।
যাযাদি/এসএস