বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৬ নভেম্বর ২০২৪, ১৫:২৫
ছবি : যায়যায়দিন

চট্টগ্রামের বাঁশখালীতে সাঙ্গু নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে ১ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের তেচ্ছিপাড়া এই অভিযান পরিচালনা করা হয়। বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: জসিম উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানে পুকুরিয়া ইউপি চেয়ারম্যান আসহাব উদ্দীনসহ পুলিশের একটি উপস্থিত ছিলেন।'

দন্ডপ্রাপ্তরা হলেন, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার আবু তাহেরের ছেলে মোহাম্মদ ইলিয়াছ (৫৫), ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আবু তাহের মুন্সির ছেলে মোহাম্মদ জসিম (৪৫) ও একই জেলার চরফ্যাশন উপজেলার মোহাম্মদ শাহজাহানের ছেলে মোহাম্মদ রাকিব (২১)।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: জসিম উদ্দিন বলেন, ‘উপজেলার পুকুরিয়া ইউনিয়নের তেচ্ছিপাড়া এলাকায় দুপুর থেকে বিকেল পযর্ন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে ড্রেজার বসিয়ে সাঙ্গু নদী থেকে বালি উত্তোলনের দায়ে তিনজনকে হাতেনাতে ধরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১ বছরের কারাদণ্ড দেয়া হয়। এবং ড্রেজারটি জব্দ করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেন জানান তিনি।'

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে