হযরত শাহজালাল (রহ.) মডেল মাদ্রাসা ও এতিমখানার দ্বিতীয় শাখার যাত্রা শুরু

প্রকাশ | ০৬ নভেম্বর ২০২৪, ১৪:৩৬

শার্শা (যশোর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমানের প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (রহঃ) মডেল মাদ্রাসা ও এতিমখানার দ্বিতীয় শাখার যাত্রা শুরু হয়েছে।

মঙ্গলবার বিকালে ঝিকরগাছা উপজেলার উত্তর দেউলি গ্রামে এই শাখাটির উদ্বোধন করেন মিজানুর রহমান। 

উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে কুরআন শিক্ষা বই, খাতা, কলম বিতরণ ও বিশেষ দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করে উদ্ভাবক মিজানের স্বপ্নের মডেল মাদরাসা ও এতিমখানা। 

উদ্ভাবক মিজানুর রহমান বলেন, শ্যামলাগাছি হযরত শাহজালাল (রহঃ) মডেল মাদ্রাসা ও এতিমখানা চালু করার পরে দ্বিতীয় শাখার যাত্রা শুরু হয়েছে। এ বছরের মধ্যেই আরো একটি শাখা চালু করার কার্যক্রম চলছে।

সবকিছু ঠিকঠাক থাকলে এবং সকলের সহযোগিতা অব্যাহত থাকলে আগামী দিন গুলোতে আরো ভাল কিছু করতে পারবো বলে আশা করছি। এজন্য সকলের দোয়া ও সহযোগিতা প্রার্থনা করেন মিজানুর রহমান। 

মিজানের প্রতিষ্ঠিত মাদরাসা ও এতিমখানায় ফ্রি কুরআন শিক্ষার পাশাপাশি রয়েছে ফ্রি থাকা খাওয়ার ব্যবস্থা। শিক্ষার্থীদের বাংলা, অংক, ইংরেজি শিক্ষার সাথে রয়েছে কারিগরি শিক্ষা ও কম্পিউটার শিক্ষার ব্যবস্থা।

যাযাদি/ এসএম