সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

অটোচালক রব্বানী হত্যাকাণ্ডে জড়িত জিয়াউর তিন দিনের রিমান্ডে  

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
  ০৬ নভেম্বর ২০২৪, ১৪:৩৩
ফাইল ছবি

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় অটোচালক গোলাম রব্বানী হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে গ্রেফতারকৃত জিয়াউর রহমানকে তিন দিনের রিমান্ডে আনা হয়েছে কেন্দুয়া থানায়।

মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় একান্ত সাক্ষাৎকারে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, গত ৩০ অক্টোবর গভীর রাতে অভিযান চালিয়ে জিয়াউর রহমানকে ছিনতাই হওয়া অটোরিকশাসহ ইটনা থানা থেকে গ্রেপ্তার করে ৩১ অক্টোবর আদালতে সোপর্দ করা হয় । এরপর জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত ।

গত সোমবার (৪ নভেম্বর) জিয়াউরকে তিন দিনের রিমান্ডে কেন্দুয়া থানায় আনা হয়েছে । বুধবার (৬ নভেম্বর) তার রিমান্ড শেষে কোর্টে প্রেরণ করা হবে ।

রব্বানী হত্যাকাণ্ডে জড়িত জিয়াউর গ্রেফতারকৃত কতো তম আসামী জানতে চাইলে তিনি বলেন, এর আগে ৩০ অক্টোবর ভোর রাতে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাও এলাকা থেকে বকুল মিয়া (৪২) নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং তার দেয়া তথ্যমতেই জিয়াউরকে গ্রেফতার করে কেন্দুয়া থানা পুলিশ ।

তিনি আরো বলেন, ৩৬ ঘন্টার ব্যবধানে আমরা তাদের গ্রেফতার করতে সক্ষম হই । অপরাধী যতো শক্তিশালীই হোক না কেনো আইন কাউকেই ছাড় দেয় না । পুলিশ হয়তো রব্বানী হত্যান্ডের আরো কিছু তথ্য উদঘাটন করতে সক্ষম হবে ।

উল্লেখ্য, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের গাবর কালিয়ান গ্রামের হায়েছ উদ্দিন ভূঁইয়ার ছেলে নিহত অটোচালক গোলাম রব্বানী (৪৮) কে গত ২৮ অক্টোবর রাতে রায়বাজার বাসস্ট্যান্ড থেকে রিজার্ভ ভাড়া করে ফেনারগাতি নিয়ে যায় যাত্রী বেশি দুর্বৃত্তরা । ফেনারগাতি মোড় ঘুরে ফের রায়বাজার ফেরার পথে বড় কালিনয়ান এলাকায় পৌঁছে অটোচালক গোলাম রব্বানীর ওপর হামলা চালায় ওরা । রব্বানীর গলার নিচে শ্বাস নালিতে ছুরি দিয়ে আঘাত করে হত্যাকান্ড ঘটিয়ে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায় । এ ঘটনায় নিহত অটোচালক গোলাম রব্বানীর ভাগনে হুমায়ুন কবির বাদী হয়ে কেন্দুয়া থানায় অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে